Smart Child Bd

চুম্বক হত্যা: কীভাবে চুম্বক তার শক্তি হারায়?

যা শিখতে পারবে

চুম্বক খুবই শক্তিশালী এক ধরনের বস্তু, যা লোহা বা ইস্পাতকে নিজের দিকে টানে। কিন্তু কখনো কি ভেবেছো, চুম্বক তার শক্তি হারাতে পারে? হ্যাঁ, ঠিক শুনেছো! কিছু বিশেষ পরিস্থিতিতে চুম্বকতার এই শক্তি নষ্ট হয়ে যেতে পারে। একে বলে “চুম্বক হত্যা” বা চুম্বকের শক্তি ধ্বংস করা।

কীভাবে চুম্বক মারা যায়?

চুম্বক কিছু কারণে তার আকর্ষণ করার ক্ষমতা হারাতে পারে। যেমন: ১. তাপমাত্রা: চুম্বককে খুব বেশি গরম করলে তা তার চুম্বকত্ব হারায়। একে বলা হয় “কুরি তাপমাত্রা,” যা চুম্বকের জন্য ভয়ংকর। ২. আঘাত: চুম্বককে যদি বারবার আঘাত করা হয়, যেমন হাতুড়ি দিয়ে পেটানো হয়, তবে সেটাও তার চুম্বকত্ব নষ্ট করে দেয়। চুম্বকের ভেতরে থাকা কণাগুলো এলোমেলো হয়ে যায়, ফলে তারা আর আকর্ষণ করতে পারে না। ৩. বিপরীত চুম্বকত্ব: যদি চুম্বকের বিপরীত মেরুর চুম্বক নিয়ে সেটার সঙ্গে জোরে ধাক্কা দেওয়া হয়, তবে চুম্বকের শক্তি কমে যেতে পারে।

পরীক্ষা করো: চুম্বক কীভাবে মারা যায়?


তুমি নিজেই পরীক্ষা করতে পারো চুম্বকের শক্তি কীভাবে হারায়: ১. প্রথমে একটা শক্তিশালী চুম্বক নাও। ২. এবার চুম্বকটি একটি লোহার পিন বা কাগজের ক্লিপ আকর্ষণ করছে কিনা দেখো। ৩. এবার চুম্বকটিকে একটু গরম জায়গায় রেখে দাও বা হাতুড়ি দিয়ে হালকা আঘাত করো। ৪. আবার দেখো, চুম্বকটি আগের মতো আকর্ষণ করতে পারছে কিনা। দেখবে, চুম্বকের আকর্ষণ শক্তি কমে গেছে বা একেবারে নষ্ট হয়ে গেছে!

চুম্বক শক্তি বাঁচানোর উপায়

চুম্বকের শক্তি ধরে রাখতে চাইলে তুমি কিছু নিয়ম মেনে চলতে পারো:

চুম্বককে খুব বেশি গরম জায়গায় রেখো না।
চুম্বককে শক্ত আঘাত থেকেও বাঁচিয়ে রাখতে হবে।
চুম্বকের মেরুগুলোকে বিপরীত চুম্বক দিয়ে ধাক্কা দিও না।
চুম্বককে বাঁচিয়ে রাখতে গেলে এ ধরণের ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে। আর বিজ্ঞান মজার এক বিষয়, যেখানে তুমি নিজেই নানা রকম পরীক্ষা করতে পারো।

Subscribe Us

Aliexpress BD

Ad

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart