আমরা সবাই কলিংবেল চিনি। আমরা যখন নাম ইলেকট্রিসিটি সাপ্লাই দেই অথবা কলিং বেল এর জন্য সুইচ চাপে তখন শব্দ হয়। কখনো ভেবে দেখেছো সুইচ চাপলে কেন ডিং ডং শব্দ করে ছেড়ে দিলে শব্দ করে না কিন্তু কেন?এর সবই হচ্ছে ইলেকট্রন ম্যাগনেটিক এর কাজ।
কলিং বেলের কাজের প্রক্রিয়া :
কলিংবেলের যখন আমরা সুইচ চাপি তখন ডিংডং শব্দ হয়। এই সুইচটি চাপলে একটি সার্কিট তৈরি হয় যার মধ্য দিয়ে বিদুৎ প্রবাহের পথ সৃষ্টি হয় এবং বেল বাজে।
কলিং বেলের ভেতর ইলেক্ট্রোম্যাগনেট (এক ধরনের চৌম্বক) থাকে যা বিদ্যুতের সাহায্য কাজ করে। বিদুৎ প্রবাহিত হলে ইলেক্ট্রোম্যাগনেটটি সক্রিয় হয় এবং একটি ধাতব হাতুড়ি বা পিনকে বেলের দিকে ঠেলে দেয়। এই পিন বা হাতুড়িটি বেলে আঘাত করলে ডিংডং বা টিংটং শব্দ হয় যা আমাদের জানিয়ে দেয় দরজায় কেউ এসেছে।
ভিডিও তো দেখতে পাচ্ছ ইলেক্ট্রোম্যাগনেট তৈরি করাই হচ্ছে এখানে মূল কাজ
জেনারেটর : আমরা সবাই মোটর জেনারেটর দেখেছি বিভিন্ন জায়গায়। মোটর এমন একটি যন্ত্র যা খেলনা গাড়ি ফ্যান সহ বিভিন্ন মেশিনে পাওয়া যায়, এটি বিদ্যুৎ এর সাহায্যে এর মধ্যে থাকা চাকাকে ঘোরায় যা বিভিন্ন কাজে সাহায্য করে।
জেনারেটর মোটরের ঠিক উল্টো। এটি মোটরের ঘূর্ণনের ফলে বিদ্যুৎ উৎপন্ন করে বা কারেন্ট তৈরি করে। এভাবে বিদ্যুৎ চলে গেলে আমরা জেনেরেটর ব্যবহার করে থাকি। পরবর্তীতে এটা আমরা বাসায় পরীক্ষা করে দেখাব। আশা করি আমাদের সাথেই থাকবে।